খুলনায় মেঘনার ডিপোতে আগুন নিহত ২

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
খুলনার খালিশপুরে মেঘনা পেট্রোলিয়ামের তেল ডিপোতে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও ছয়জন। সোমবার বেলা ১১টার দিকে খালিশপুর থানার উত্তর কাশিপুর এলাকায় মেঘনার ডিপোতে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সাভির্স। মৃতরা হলেন ডিপোর কমর্চারী কামাল শরীফ ও ট্যাঙ্কলরি চালকের সহকারী রাজু। আহতরা হলেনÑমোজাম্মেল হক (৩৫), আবদুল ওহাব (৪৫), আনোয়ার হোসেন (৪০), অনু (২৫), ইসমাইল (৫৫) ও রুবেল (২৬)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বানর্ ইউনিটে ভতির্ করা হয়েছে। খালিশপুর থানার ওসি সরদার মোশারফ হোসেন বলেন, ‘ডিপো থেকে একটি ট্যাঙ্কলরিতে তেল দেয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়। এ সময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পুড়ে যায় তিনটি ট্যাঙ্কলরি।’ খুলনার আঞ্চলিক ফায়ার সাভিের্সর উপপরিচালক মো. আবুল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সাভিের্সর পঁাচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি এই ফায়ার সাভির্স কমর্কতার্।