মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃতু্যদন্ডপ্রাপ্ত আসামি ও জামায়াত নেতা আব্দুস সুবাহান (৮০) মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৪ ফেব্রম্নয়ারি) দুপুর দেড়টার দিকে তিনি মৃতু্যবরণ করেন।
ঢামেক হাসপাতালে ডিউটিরত প্রধান সহকারী কারারক্ষী মো. শেখ কামাল হোসেন বলেন, মানবতাবিরোধী অপরাধ মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি সুবাহান বাধ্যক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
গত ২৪ জানুয়ারি তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি।
এদিকে সুবাহানের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
জামায়াত নেতা আব্দুস সুবাহান পাবনা-৫ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। সবশেষ ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের মনোনয়ন নিয়ে এমপি হন তিনি।
তিনি পাকিস্তান আমলে পাবনা জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য ছিলেন। পাবনা আলিয়া মাদ্রাসার সাবেক হেড মাওলানাও ছিলেন সুবাহান।
২০১৫ সালের ১৮ ফেব্রম্নয়ারি জামায়াতের এই প্রভাবশালী নেতাকে যুদ্ধাপরাধের দায়ে মৃতু্যদন্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল। এরপর থেকে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন তিনি।
এদিকে ২০১৫ সালের ১৮ মার্চ এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন সুবহানের আইনজীবীরা। বর্তমানে মামলাটি আপিল বিভাগে বিচারাধীন।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd