রংপুর বিভাগের কয়েক অঞ্চল ছাড়া শীতের তীব্রতা কমতে শুরু করেছে। তবে চলতি ফেব্রম্নয়ারিতে শীত হালকা অনুভূত হবে। শুক্রবার আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, রংপুর বিভাগের কয়েক অঞ্চল ছাড়া শীতের তীব্রতা কমতে শুরু করেছে। দিন ও রাতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। চলতি মাসে শীত অনুভূত হলেও এর তীব্রতা আর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, শুক্রবার তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঢাকায় ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd