শাজাহান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে

ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে রাস্তায় শ্রমিকরা

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
সাবেক নৌমন্ত্রী ও পরিবহণ শ্রমিক নেতা শাজাহান খানের বিরুদ্ধে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের করা মানহানি মামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন পরিবহণ শ্রমিকরা। এর মধ্যে মাদারীপুরে আধাবেলা সড়ক অবরোধ এবং সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিকরা। স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা শাজাহান এমপির বিরুদ্ধে ১শ' কোটি টাকার মানহানি মামলা করার প্রতিবাদে মাদারীপুরে আধাবেলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহণ শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার ঢাকা-বরিশাল মহাসড়কসহ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ করে শ্রমিকরা। বেলা ১২টার পরে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদিকে, পূর্ব ঘোষণা ছাড়াই মাদারীপুরের শ্রমিকরা মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। জানা গেছে, মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সকাল ৯টায় শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মাদারীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন। ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাজৈরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. ডাবলু বেপারী, ঘাট শাখার সভাপতি মো. ফারুক হোসেন, শিবচর শাখার কার্যকরী সভাপতি খোকন খাঁ প্রমুখ। এসময় শ্রমিক নেতৃবৃন্দ দ্রম্নত মামলা প্রত্যাহারের দাবি জানান। আর তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়ার কথা জানান তারা। সিলেট অফিস জানিয়েছে, পরিবহণ শ্রমিক নেতা শাজাহান খানের বিরুদ্ধে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের করা মামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এ সমাবেশ করে। এর আগে একই ইসু্যতে সিলেটের অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এ মামলা প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেয়। সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মিছিলটি দক্ষিণ সুরমার টার্মিনাল এলাকার এনা পরিবহণ কাউন্টারের সামনে থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এদিকে মঙ্গলবার সিলেট নগরের সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুপুরে নগরের রেজিস্ট্রি মাঠে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি জাকারিয়া আহমদ। ইউনিয়নের সদস্য এম বরকত আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া প্রমুখ। সমাবেশে শ্রমিকরা ইলিয়াস কাঞ্চনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, এই সময়ের ভেতরে শাজাহান খানের মামলা প্রত্যাহার করা না হলে সিলেটে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। উলেস্নখ্য, মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগ এনে গত ১২ ফেব্রম্নয়ারি পরিবহণ শ্রমিক নেতা শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন নিসচার চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের সংশ্লিষ্ট শাখায় এ মামলার কাগজপত্র জমা দেয়া হয়। বৃহস্পতিবার মামলাটি আমলে নিয়ে শাজাহান খানকে লিখিত জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্য।