ইউনাইটেড ইউনিভার্সিটিতে ইনোবোটিকস-২০২০

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইউআইইউ রোবোটিক্স ক্লাবের অধীনে দুইদিনব্যাপী প্রথম জাতীয় রোবোটিক্স প্রতিযোগিতা 'ইনোবোটিকস-২০২০' অনুষ্ঠান সোমবার শেষ হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব সালিমা সুলতানা 'ইনোবোটিক্স-২০২০' এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আইডিইএ, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব এবং প্রকল্প পরিচালক সৈয়দ মুজিবুল হক ইনোবোটিক্সের পুরষ্কার প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন। ৭টি ভিন্ন বিভাগে, সারা দেশের ৪৬ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৯০ এরও বেশি অংশগ্রহণকারী প্রযুক্তিগত দক্ষতা এবং প্রকৌশল জ্ঞান প্রদর্শনের জন্য এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে, বিভিন্ন বিভাগের মাধ্যমে মোট ২ লক্ষ ৮০ হাজার টাকা পুরস্কার হিসাবে চ্যাম্পিয়ন এবং রানার্স-আপদের মাঝে প্রদান করা হয়। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে ছিল ইউনাইটেড গ্রম্নপ। বিজ্ঞপ্তি