মাগুরায় দুই ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
মাগুরা শহরতলির বরুণাতৈল গ্রামের মাঠ থেকে সন্দেহভাজন দুই ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এই দুজন হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের মনিরুল ইসলাম ওরফে লাভলু মন্ডল (৪০) ও একই জেলার বোয়ালমারী উপজেলার হাটখোলার চর গ্রামের দাউদ মোলস্না (৩৮)। দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে তারা নিহত হয়েছেন বলে দাবি পুলিশের। মাগুরা সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে বরুণাতৈল এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পায় এলাকাবাসী ও টহল পুলিশ। পরে থানা-পুলিশের সদস্যরা গিয়ে ওই গ্রামের মাঠের ভেতর দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাঁদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা, একটি করে রামদা, ছোরা ও চাপাতি উদ্ধার করে পুলিশ। ওসি সাইফুল ইসলামের দাবি, নিহত দুজন আন্তজেলা ডাকাত দলের চিহ্নিত সদস্য ছিলেন। তাদের নামে ফরিদপুর, মাগুরা ও গোপালগঞ্জের বিভিন্ন থানায় এক ডজনের বেশি ডাকাতি মামলা আছে। এই দুজন ২০১৯ সালের ২৭ জুন মাগুরা সদরের বেলনগর গ্রামে বিচারপতি খায়রুল আলমের বাড়িতে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। ওই সময় ডাকাতির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার অন্য আসামিদের জবানবন্দিতে তাদের নাম এসেছে। গত ২৪ জানুয়ারি মাগুরা সদর উপজেলার বরইগ্রামের মাঠে মিন্টু গাজী নামের এক সন্দেহভাজন ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।