সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
কফির পুনর্ব্যবহার্য কাপ আবার হাতে যাযাদি ডেস্ক এখনকার দিনে 'ওয়ানটাইম' কাপে কফি পরিবেশন করে আসছে বড় বড় ফাস্টফুড শপগুলো। অর্থাৎ কফি খাওয়া শেষে পস্নাস্টিক বা কাগজে তৈরি কাপগুলো ফেলে দেয়া হয়। তবে অদূর ভবিষ্যতে এমন দেখা যাবে যে, যে কাপে কফি খেলেন, সেই কাপই আবার আসবে হাতে। বারবার ব্যবহার্য এমন কাপই তৈরি করে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে বিশ্বখ্যাত ফাস্টফুড শপ ম্যাকডোনাল্ড'স ও স্টারবাকস। এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো ও পালো আলতো শহরে কফিপ্রেমীদের হাতে যাচ্ছে কাপগুলো। 'নেক্সটজেন কাপ চ্যালেঞ্জ' নামে দুই বছরের এ উচ্চাভিলাষী প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে জনপ্রিয় ফাস্টফুড চেইন দুটি। পস্নাস্টিক থেকে বানানো এ কফির কাপে থাকবে আরএফআইডি চিপ বা কিউআর কোডসহ এমন প্রযুক্তি, যার মাধ্যমে কাপগুলো ফেলে দিলেও কর্তৃপক্ষ খুঁজে পেয়ে যাবে। যদিও আগে থেকেই কাপগুলো পুনর্ব্যবহার্য বলে জানিয়ে দেয়া হবে ক্রেতাদের। বাগেরহাটে নারীসহ দুজনের আত্মহত্যা বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট জেলা শহরে ও সদর উপজেলায় এক নারী ও এক তরুন পৃথকভাবে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারীরা হলো বাগেরহাট জেলা শহরের সোনাতলা এলাকার হাসান খানের ছেলে কলেজছাত্র তাওহিদ শেখ (১৭) এবং সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতি গ্রামের হাসেন আলী সেখের স্ত্রী ফুলজাহান বেগম (৪৬)। পুলিশ জানায়, শহরের সোনাতলা এলাকার তাওহিদ শেখ মঙ্গলবার বিকালে গলায় রশি দিয়ে ঝুলে পড়ে। এ অবস্থায় তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে থানায় জানানো হয়। অন্যদিকে সদর উপজেলার বেশরগাতি গ্রামের ফুলজাহান বেগম দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। সোমবার দিনগত রাতে সবার অজান্তে ঘরের বারান্দায় আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। ভোলায় ঝুলন্ত লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, ভোলা ভোলায় মন্দিরের ভিতর থেকে নির্মল ভট্টাচার্য্য (৬০) নামের এক সেবায়েতের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নির্মল খুলনা জেলার পাইকগাছা থানার হরিঢালী গ্রামের বৈদ্যনাথ ভট্টাচার্য্যের ছেলে। স্থানীয়রা জানান, নিহত নির্মল প্রায় দুই বছর ধরে ভোলার শহরের খাল পাড় সংলগ্ন তরকারি বাজার এলাকার শ্রী শ্রী মদন মোহন ঠাকুর জিউর মন্দিরের সেবায়েতের দায়িত্ব পালন করে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই মন্দিরে কর্মরত অঞ্জলী রানী চক্রবর্তীর সাথে কোনো এক কারণে তার প্রচন্ড ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে দুজনের মধ্যে মারামারি সৃষ্টি হয়। এ নিয়ে অঞ্জলী রানী মন্দির কমিটির কাছে নির্মলের বিরুদ্ধে অভিযোগ করেন। রাত ৯টার দিকে মন্দিরের অন্য লোকজন মন্দিরের ভিতরে তার ঝুলন্ত লাশ দেখে ডাকচিৎকার করে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুঠিয়ায় তরুণীর রহস্যজনক মৃতু্য পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা রাজশাহীর পুঠিয়া রাজবাড়ীতে বেড়াতে এসে রুমিয়া খাতুন (১৯) নামের এক স্বামী পরিত্যক্ত তরুণীর রহস্যজনক মৃতু্য হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পুঠিয়া রাজবাড়ী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) অফিসের পেছনে এ ঘটনা ঘটে। মৃত রুমিয়া খাতুন নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের রশুনগিরী পাড়ার নুর ইসলামের মেয়ে। পুঠিয়া স্বাস্থ্য কমপেস্নক্সের কর্তব্যরত ডাক্তার রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে রুমিয়া খাতুনকে রাজশাহী জেলার পুঠিয়া রাজবাড়ীর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) অফিসের পেছনে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাকে স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসে। এ সময় তাকে স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি রাখা হয়। ভর্তি থাকা অবস্থায় সে মারা যায়। পরে থানা পুলিশ এসে তার লাশটি নিয়ে যায়।