আজিজ চাকলাদার হত্যা মামলার রায় পেছাল

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট দুই দশকের বেশি সময় আগে রাজধানীর লালবাগের কাচ ব্যবসায়ী আব্দুল আজিজ চাকলাদারকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় পিছিয়ে গেছে। বুধবার ঢাকার নয় নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে এ মামলার রায়ের তারিখ ছিল। তবে রায় লেখা শেখ না হওয়ায় বিচারক ১ এপ্রিল নতুন তারিখ রাখেন বলে আসামিপক্ষের একজন আইনজীবী জানান। এ আদালতের পেশকার মো. ফোরকান জানান, রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৪ জানুয়ারি মামলাটি রায়ের পর্যায়ে আসে। ১৯৯৮ সালের ৫ মার্চ সকাল ৭টায় ঢাকার লালবাগ রোডের বাসা থেকে খুলনা যাওয়ার পথে নিখোঁজ হন আজিজ চাকলাদার ওরফে ঢাকাইয়া আজিজ। আজিজকে খুঁজে না পেয়ে ছোট ভাই মো. বাচ্চু মিয়া লালবাগ থানায় একটি জিডি করেন। এর ১২ দিন পর একই বছর ১৭ মার্চ মাকসুদ ও আমানুলস্নাহ নামে দুজনের বিরুদ্ধে লালবাগ থানায় অপহরণ মামলা করেন। মামলায় বলা হয়, মাকসুদ ও আমানুলস্নাহর সঙ্গে ভাঙা কাচের ব্যবসা করতেন আব্দুল আজিজ চাকলাদার। তারা দুজন আজিজের কাছে ব্যবসায়িক কারণে ২৫ হাজার টাকা পেতেন। এই টাকা লেনদেনের কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এ কারণে মাকসুদ ও আমানুলস্নাহ তাকে অপহরণ করে নিয়ে যায়। তদন্ত চলাকালে রূপসা নদী থেকে আজিজের মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়। খালিশপুর থানার অন্য একটি মামলার জব্দ তালিকা থেকে এই তথ্য জানা যায় বলে এই মামলার নথিপত্রে উলেস্নখ করা হয়। ওই মামলায় ২০০০ সালের ৪ এপ্রিল লালবাগ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রাকিব খান দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা হিসেবে অভিযোগপত্র দাখিল করেন। খুলনার মৃতু্যদন্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদারের নির্দেশে ঢাকাইয়া আজিজকে খুন করা হয় বলে সেখানে উলেস্নখ করা হয়। অভিযোগপত্রে মোট সাতজনকে আসামি করা হলেও মাকসুদ ও আমানুলস্নাহকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।