মানবতাবিরোধী অপরাধ

মহেশখালীর নুরুল ইসলামের জামিন

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালী উপজেলার মৌলভি নুরুল ইসলামকে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল। অসুস্থতার গ্রাউন্ডে বুধবার এ আসামির জামিন আবেদনের শুনানি নিয়ে ট্রাইবু্যনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবু্যনাল এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। পরে আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান বলেন, ২০১৫ সালের ২৪ মে গ্রেপ্তার হয়ে মৌলভি নুরুল ইসলাম কারাগারে রয়েছেন। এর মধ্যে গত বছরের ১৭ এপ্রিল তিনি কারাগারে ব্রেইন স্ট্রোক করেন। এরপর তিনি প্যারালাইজড হয়ে যান। তার জামিন আবেদনের পর আদালত তার ভাই মো. জাকারিয়া এবং আইনজীবীর জিম্মায় জামিন দেন। জামিনে থাকা অবস্থায় তিনি ভাইয়ের জিম্মায় মহেশখালীর বাড়িতে থাকবেন এবং ধার্য তারিখে আদালতে হাজির করাবেন। এইসব শর্তে মূলত জামিন দেওয়া হয়েছে। এর আগে এ মামলায় গত ২১ জানুয়ারি ক্যানসার আক্রান্ত অপর আসামি ওসমান গণিকেও জামিন দিয়েছেন আদালত। ২০১৬ সালের ১৫ মার্চ আব্দুল মজিদসহ ১৮ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগে (ফরমাল চার্জ) একাত্তরের মুক্তিযুদ্ধে হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন, ধর্মান্তর ও দেশান্তরকরণের ১৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এতে ৯৪ জনকে হত্যা, অসংখ্য নারী ধর্ষণ ও নির্যাতন এবং ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।