সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
১০০ টাকা গুঁজে দিলেই পাস! যাযাদি ডেস্ক পরীক্ষায় পাস করার সহজ টিপস দিয়েছেন এক অধ্যক্ষ। আর সে কারণেই তিনি পুলিশের হাতে ধরা খেয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। সেখানকার একটি বেসরকারি স্কুলের ম্যানেজার ও অধ্যক্ষ প্রবীণ মল সমবেত শিক্ষার্থীদের বুঝিয়ে দেন কীভাবে পরীক্ষায় পাস করতে হয়। এ সময় তিনি পরীক্ষার খাতায় ১০০ টাকা গুঁজে দেওয়ার পরামর্শও দেন শিক্ষার্থীদের। তার সেই বক্তব্য গোপনে মোবাইল ক্যামেরায় বন্দি করে সেই ভিডিও ক্লিপসহ ওই অধ্যক্ষের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অভিযোগ জানায় ওই ছাত্র। আর তারপরই গ্রেপ্তার হন ওই অধ্যক্ষ। বাসের ধাক্কায় পথচারীর মৃতু্য যাযাদি রিপোর্ট রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে সড়ক ও জনপথ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।