একুশের প্রথম প্রহরে মাগুরায় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সেস্নাগান দেওয়া নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ঢিল ছোড়াছুড়ি হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরুর আগেই ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহিদ মিনার চত্বরে জড়ো হয়ে দলীয় সেস্নাগান দিতে থাকে।
শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রদল নেতাকর্মীরা আবারও দলীয় সেস্নাগান দিয়ে হাততালি দিতে-দিতে শহিদ মিনার এলাকা ত্যাগ করতে থাকে। তাদের হাতেতালির সেস্নাগান নিয়ে ছাত্রলীগ কর্মীরা আপত্তি তুললে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।
পরে ছাত্রদল কর্মীরা শহরের ভায়না এলাকায় এবং ছাত্রলীগ কর্মীরা সরকারি কলেজ সড়কের ডিসি কোর্ট মার্কেটের সামনে অবস্থান নিয়ে পরস্পরের দিকে ঢিল ছুড়তে থাকে। এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে প্রশ্ন করলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা বলেন, শহিদ দিবসের শান্তিপূর্ণ কর্মসূচিতে উগ্র াম ৭
মিছিল নিয়ে উসকানিমূলক স্স্নোগান আর হাততালি দিয়ে ছাত্রদল শহিদ মিনার এলাকায় ভীতিকর পরিবেশের সৃষ্টি করেছিল।'
অন্যদিকে ছাত্রদল সভাপতি আব্দুর রহিম বলেন, 'আমরা ফুল দিয়ে শহীদ মিনার এলাকা
ত্যাগ করে মূল সড়কে চলে আসার পর বিনা কারণে ছাত্রলীগ আমাদের ওপর চড়াও হয়।'
সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ফুল দেওয়া শেষে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd