ঢাকা ১০: প্রচার 'দূষণমুক্ত' করতে প্রার্থীদের সঙ্গে বসছে ইসি

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকা-১০ আসনের উপনির্বাচনের প্রচার থেকে 'দূষণ' দূর করতে পাঁচ দফা প্রস্তাব নিয়ে প্রার্থীদের সঙ্গে বসছে নির্বাচন কমিশন। আজ রোববার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ বৈঠকে আওয়ামী লীগ, বিএনপিসহ ৬ দলের প্রার্থীদের ডাকা হয়েছে। ঢাকা সিটি নির্বাচনে ভোটের প্রচারে লেমিনেটেড পোস্টার ব্যবহার ও মাত্রাতিরিক্ত শব্দ দূষণ নিয়ে সমালোচনা হলে কমিশন 'বিকল্প' ভাবতে শুরু করে। তার অংশ হিসেবেই প্রার্থীদের সঙ্গে আলোচনা করে অন্তত কিছু বিষয়ে ঐকমত্য তৈরির পথ খোঁজতে ইসির এই বৈঠকের আয়োজন। আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন কমিশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম ইসির প্রস্তাবের মধ্যে 'ইতিবাচক দিক' দেখলেও এর বাস্তবসম্মত প্রয়োগ এবং সমান সুযোগ তৈরির নিশ্চয়তা নিয়ে শঙ্কা রয়েছে তার। তবে সবার সম্মতি ও সহযোগিতা পেলে ঢাকার এ উপনির্বাচনে দূষণমুক্ত প্রচার সম্ভব হবে বলে মনে করেন রিটার্নিং কর্মকর্তা ইসির উপসচিব জিএম সাহতাব উদ্দিন। দূষণ রোধে ৫টি প্রস্তাব মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ৬ প্রার্থীকে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ''ভোটের প্রচারে বিধি-নিষেধের বিষয়গুলো আচরণবিধিতে রয়েছে। এর মধ্যে থেকে প্রার্থীরা অনেক কিছুই করতে পারেন। 'কিন্তু লেমিনেটেড পোস্টার ও শব্দদূষণে মানুষের ভোগান্তি হচ্ছে। এখন দুর্ভোগ কমাতে প্রার্থীদের সঙ্গে এক ধরনের ' 'জেন্টেলম্যান এগ্রিমেন্ট' করার চেষ্টা রয়েছে কমিশনের।'' তিনি জানান, রোববার বেলা ১১টায় প্রার্থীদের সঙ্গে বসবেন প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের সদস্যরা। ইসির প্রস্তাবের পাশাপাশি প্রার্থীদের কোনো প্রস্তাব থাকলেও তা নিয়েও আলোচনা হবে। 'প্রার্থীদের নিজেদের মতামতের পাশাপাশি দলীয় ফোরামের সিদ্ধান্তও থাকতে পারে। বিষয়টি বিবেচনায় রেখে নিজেদের প্রস্তুতির সুবিধার্থে ইসির প্রস্তাব প্রার্থীদের হাতে দেওয়া হয়েছে। আশা করি, সবাই ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।'