দুদকের ফঁাদে ঘুষের টাকাসহ ওয়াসা কমর্কতার্ গ্রেপ্তার

প্রকাশ | ২৭ জুন ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ঘুষের দুই লাখ টাকাসহ ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কতৃর্পক্ষের (ওয়াসা) ফিল্ড অফিসারকে গ্রেপ্তার করেছে দুনীির্ত দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকেলে দুদকের ঢাকা বিভাগীয় কাযার্লয়ের পরিচালক নাসিম আনোয়ার এবং ঢাকা সমন্বিত জেলা কাযার্লয়-১-এর উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচাযর্ বলেন, ঢাকা ওয়াসা, পিপিআই রাজস্ব জোন-৯, সেক্টর-৬, উত্তরা, ঢাকার ফিল্ড অফিসার জাহিদুর রহমানকে ঘুষের দুই লাখ টাকাসহ নিজ দপ্তর থেকে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, গোল্ডকোস্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজারের কাছ থেকে তাদের কারখানায় ২০১৫ সালে স্থাপিত গভীর নলকূপটির বিল নিয়মিতকরণের জন্য জাহিদুর পঁাচ লাখ টাকা ঘুষ দাবি করেন। তিনি ঘুষ না দিলে ওই ফ্যাক্টরিতে চলমান ওয়াসার লাইনটির সংযোগ বিচ্ছিন্নের ভয়ও দেখান। পরবতীের্ত অনেক আলাপ-আলোচনার পর জাহিদুর তার দাবি করা ঘুষের পরিমাণ সবের্শষ দুই লাখ টাকা নিধার্রণ করেন। পরে গোল্ডকোস্টের ম্যানেজার আশেক সাদেক চৌধুরী বিষয়টি দুনীির্ত দমন কমিশনে অভিযোগ আকারে জানালে, কমিশন সকল আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করে ফঁাদ মামলা পরিচালনার জন্য একটি বিশেষ টিম গঠন করে। সে অনুযায়ী মঙ্গলাবার দুপুর থেকে বিশেষ টিমের সদস্যরা বণির্ত অফিসের চারদিকে ওঁৎ পেতে থাকেন। পরে নিজ দপ্তরে বসে জাহিদুর যখন ঘুষের টাকা গ্রহণ করছিলেন, ঠিক তখনই কমিশনের বিশেষ টিমের সদস্যরা ঘুষের টাকাসহ তাকে গ্রেপ্তার করেন। এ বিষয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কাযার্লয়-১-এর সহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে উত্তরা পূবর্ (ডিএমপি) থানায় একটি মামলা দায়ের করেছেন।