চাকরির আশায় বাড়ি ছেড়েছিলেন সেই চার বোন

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে একসঙ্গে চার বোন নিখোঁজ হওয়ার চার দিন পর তাঁদের খুঁজে বের করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলা সদরের একটি বাসা থেকে তাদের পাওয়া যায়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার উপজেলার পূর্ব বাখাইল এলাকার বাড়ি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাড়ি ফেরেননি আপন দুই বোন ও দুই চাচাতো বোন। তাদের মধ্যে দুজন স্নাতক, একজন উচ্চ মাধ্যমিক এবং একজন মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। অনেক খোঁজাখুঁজির পরও তাদের না পেয়ে সোমবার ফুলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী ফুলপুরে গিয়ে মেয়েদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের খুঁজে বের করতে কাজ শুরু করেন। বুধবার রাতে চার বোনের সন্ধান পাওয়ার পর তিনি বলেন, 'স্বাবলম্বী হতে তারা চাকরির প্রত্যাশায় বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তারা আলোচনা করে পূর্বপরিকল্পিতভাবে বাড়ি ছাড়ে।' এই চার বোনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।