ভালুকায় বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়ল ব্রিজ

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি বালুভর্তি ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়েছে। পাঁচ টন ধারণক্ষমতার সেতুতে ৩০ টনের বালুভর্তি ড্রাম ট্রাক পার হওয়ায় সেতুটি ভেঙে গেছে বলে এলাকাবাসীর অভিযোগ। ভালুকা থানার ওসি মাইন উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খিরু নদীর ওপর নির্মিত এই সেতুটি ভেঙে পড়ে। সেতু ভেঙে দুই পাশে যানজট দেখা দিয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে বেইলি ব্রিজের মিস্ত্রি পাঠিয়েছেন তারা। শিগগির মেরামত করা হবে জানিয়ে তিনি বলেন, তাদের কাছে বরমি সড়কের একটি অতিরিক্ত বেইলি ব্রিজ রয়েছে। সেটা খুলে এনে শিগগির এখানে বসানোর কাজ শুরু হবে। তাছাড়া এখানে একটা স্থায়ী সেতু নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন বলে তিনি জানান। এলাকাবাসীর অভিযোগ, সেতুতে পাঁচ টনের অধিক মাল নিয়ে চলাচল নিষিদ্ধ। এলাকাবাসীর অনুরোধ উপেক্ষা করে বালু ব্যবসায়ীরা এই সেতু দিয়ে ৩০ টনের অধিক বালুভর্তি ড্রাম ট্রাক চালান। এ কারণে সেতুটি ভেঙে গেছে। দুর্ঘটনার পর থেকে বড় ধরনের যানবাহনগুলো প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। মলিস্নকবাড়ি, ডাকাতিয়া, অঙ্গারগাড়া ও সখিপুরের যানবাহনগুলো সিডস্টোর হয়ে ঘুরে এসে মলিস্নকবাড়ি মোড় দিয়ে যাতায়াত করছে।