জার্মানি সফর শেষে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী শুক্রবার বিকেলে দেশে ফিরেছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।
সফরকালে নৌপ্রধান জার্মানিতে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মাণাধীন দু'টি মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফ্ট (এমপিএ)-এর কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। সেই সাথে এমপিএ দু'টির নির্মাতা প্রতিষ্ঠান 'রুয়াগ অ্যারোস্পেস'-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া, তিনি উক্ত নির্মাতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফিলিক্স আম্মানসহ প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।
উলেস্নখ্য, জার্মানি সফরের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনী প্রধান গত ২২ ফেব্রম্নয়ারি ঢাকা ত্যাগ করেন। আইএসপিআর
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd