আদালতে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে ভুল ব্যাখ্যা : দাবি ড্যাবের

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের শুনানিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (হাসপাতাল) কর্তৃপক্ষের যে প্রতিবেদনটি আমলে নেওয়া হয়েছে, তা অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে মনে করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব। শুক্রবার দুপুরে বিএনপিপন্থি এই সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এক বিবৃতিতে এই দাবি করেন। সংগঠনের দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, 'রিপোর্টে বিএসএমএমইউ-তে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা গ্রহণে অস্বীকৃতির যে কথা উলেস্নখ করা হয়েছে, তা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।' এতে বলা হয়, 'বাস্তবতা হচ্ছে জযবঁসধঃড়রফ অৎঃযৎরঃরং-এর জন্য যে চিকিৎসা দেওয়া হয়, তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রোগীর ভয়ংকর শারীরিক জটিলতা হতে পারে। এমনকি মৃতু্যও হতে পারে। যেসব চিকিৎসক খালেদা জিয়ার প্রকৃত স্বাস্থ্যগত অবস্থা আদালতে দিচ্ছেন না, জাতিকে আসল সত্য প্রকাশ করছেন না, সেসব চিকিৎসকের ওপর আস্থা রাখার কোনো সুযোগ নেই।' বিবৃতিতে আরও বলা হয়, 'আস্থা না থাকলে কোনো রোগীর চিকিৎসা নিতে অস্বীকৃতি জানানোই স্বাভাবিক। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দ্ব্যর্থহীনভাবে বলতে চায়- সুচিকিৎসার অভাবে খালেদা জিয়ার জীবনে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে তার দায়-দায়িত্ব বিএসএমএমইউ কর্তৃপক্ষকে ও সরকারকে বহন করতে হবে।' ড্যাবের দাবি, খালেদা জিয়াকে জামিনে মুক্ত করে তার পচ্ছন্দমতো স্থানে ও চিকিৎসক দিয়ে সুচিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকার যেন দ্রম্নত ব্যবস্থা গ্রহণ করে।