অর্থের অভাবে চিকিৎসা বন্ধ পারভেজের

প্রকাশ | ০২ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
ফারুক আহমেদ পারভেজ
আপনার সাহায্যে বাঁচতে পারে দরিদ্র, নিরুপায় মো. ফারুক আহমেদ পারভেজ। জীবন বাঁচাতে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। দুরারোগ্যব্যাধি স্কিন ক্যানসার (সোরাইসিস) রোগে আক্রান্ত হয়েছেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। তার পুরো শরীরে মারাত্মক ইনফেকশন শুরু হয়েছে। জরুরিভিত্তিতে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অন্যথায়, তার জীবননাশের আশঙ্কা রয়েছে। দিনদিন তার শারীরিক সমস্যা আরও জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। গত ১৯ বছর ধরে ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করে তার দরিদ্র পরিবার আজ নিঃস্ব। এখন আর তার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। ভিটাটুকু ছাড়া তার সহায়-সম্বল বলতে কিছুই নেই। এমতাবস্থায় তার সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির সাহায্য কামনা করেছেন। অসহায় পারভেজের চিকিৎসার জন্য সাহায্য দিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পারভেজের পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা- মো. ফারুক আহমেদ। অনলাইন সঞ্চয়ী হিসাব নম্বর-০০০৪৮৩৪০৯০০০২। ন্যাশনাল ব্যাংক লি. কারওয়ান বাজার শাখা, ঢাকা। বিকাশ নম্বর-০১৮১৫৫৫৯৪৪৭ (পার্সোনাল)।