বঙ্গবন্ধুর সমাধিতে কলকাতা উপ-হাই কমিশনারের শ্রদ্ধা

প্রকাশ | ০২ মার্চ ২০২০, ০০:০০

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল। রোববার সকালে উপ-হাইকমিশনার তৌফিক হাসানের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলটি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্ট নিহত তার পরিবারের শহিদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করেন। এরপর বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লেখে স্বাক্ষর করেন উপ-হাইকমিশনার তৌফিক হাসান। এ সময় উপ-হাইকমিশনারের সহধর্মিনী ইসমত জেরিন, মিনিস্টার (রাজনৈতিক) ও দূতালয় প্রধান বিএম জামাল হোসেন এবং তার সহধর্মিনী আবিদা সুলতানা, কাউন্সেলর মো. বশির উদ্দিন, কাউন্সেলর (ক্রীড়া ও শিক্ষা) শেখ শফিউল ইমাম, প্রথম সচিব (প্রেস) ড. মো. মোফাকখারুল ইকবাল ও তার সহধর্মিনী ড. তাসমীমা বেগম, প্রথম সচিব (রাজনৈতিক-১ ও ভিডিও) শামীমা ইয়াসমিন স্মৃতি এবং দ্বিতীয় সচিব (কন্সু্যলার) শেখ শাফিনুল হকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপ-হাইকমিশনার ও কমিশনের কর্মকর্তাবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপেস্নক্সে বিভিন্ন স্থাপনা ও লাইব্রেরি ভবন ঘরে দেখেন। পরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় উপ-হাইকমিশনার তৌফিক হাসান বলেন, কলকাতা হাই কমিশন হচ্ছে বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম কূটনৈতিক মিশন। জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে মার্চে প্রথম দিন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে তারা অনেক আনন্দিত ও খুশি। আজই (রোববার) তারা কলকাতা ফিরে যাবেন বলেও জানান।