৭৫ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

প্রকাশ | ০২ মার্চ ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেব্রম্নয়ারি-২০২০ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৭৫ কোটি ১৮ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৫,৮৯,৫৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০,৪৯৪ বোতল ফেনসিডিল, ১০,৪৭১ বোতল বিদেশি মদ, ৭৮৮ লিটার বাংলা মদ, ৯৮৬ ক্যান বিয়ার, ৮৫৭ কেজি গাঁজা, ১ কেজি ২৭ গ্রাম হেরোইন, ১,০৭৩টি ইনজেকশন, ৮,৪৩,৯৮৭টি অন্যান্য ট্যাবলেট এবং ৯৮৪টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট। জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৬ কেজি ১৪ গ্রাম স্বর্ণ, ১০১ কেজি ৭৫ গ্রাম রুপা, ৪,৯৩২টি ইমিটেশন গহনা, ১,৩৬,৮৮৪টি কসমেটিক্স সামগ্রী, ৯৬৫টি শাড়ি, ৯৬৪টি থ্রিপিস/শার্ট পিস, ১,০০২টি তৈরি পোশাক, ৩৪২ মিটার থান কাপড়, ৯,১৮২ ঘনফুট কাঠ, ২,৫৯৬ কেজি চা পাতা, ১১টি ট্রাক, ৪টি পিকআপ, ৩০টি সিএনজি/ইঞ্জিনচালিত অটোরিকশা এবং ৭৬টি মোটরসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ১টি বন্দুক, ৪টি বিভিন্ন প্রকার গান এবং ৬ রাউন্ড গুলি। বিজ্ঞপ্তি