বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রুশদীর পর চলে গেলেন জান্নাতুলও

যাযাদি রিপোর্ট
  ০২ মার্চ ২০২০, ০০:০০
শিশু রুশদীর সঙ্গে মা জান্নাতুল ফেরদৌসী

রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডের একটি ভবনে আগুন লাগার ঘটনায় রুশদীর পথ ধরে মা জান্নাতুল ফেরদৌসীও চলে গেলেন। রোববার সকাল সাড়ে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছেন রুশদীর বাবা শহিদুল কিরমানি।

জান্নাতুল ফেরদৌসীর মৃতু্যর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল। তিনি জানান, জান্নাতুলকে লাইফ সাপোর্ট রাখা হয়েছিল। রোববার সকাল সাড়ে ৯টায় তার মৃতু্য হয়।

এর আগে পার্থ শংকর পাল জানিয়েছিলেন, আগুনে শ্বাসনালিসহ শহিদুলের শরীরের ৪৩ শতাংশ ও জান্নাতের ৯৫ শতাংশ পুড়ে গেছে।

গত বৃহস্পতিবার ভোরে নিউ ইস্কাটনের দিলু রোডের আবাসিক এলাকার একটা পাঁচতলা ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই বাড়ির দোতলায় বায়িং হাউস চালানো হচ্ছিল। নিচতলায় গ্যারেজের এক পাশে ছিল ওই প্রতিষ্ঠানের গুদাম। ধারণা করা হচ্ছে, সেখানেই সিঁড়িঘরের বৈদু্যতিক বোর্ড থেকে আগুন প্রথমে বায়িং হাউসের গুদামে ও পরে গ্যারেজে ছড়িয়ে পড়ে। আগুনে পাঁচ বছরের শিশু এ কে এম রুশদীসহ 'ক্ল্যাসিক ফ্যাশন' নামের ওই বায়িং হাউসের কর্মচারী আবদুল কাদের (৪৫) ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আফরিন জান্নাত ওরফে জ্যোতি (১৭) মারা যান। দগ্ধ হন রুশদীর বাবা-মা। আর আফরিন জান্নাতের মা লাল বানু ও বাবা গণপূর্তের কর্মচারী জাহাঙ্গীর আলম ছাদ থেকে দড়ি বেয়ে নামতে গিয়ে গুরুতর আহত হন।

স্বজনদের কাছ থেকে জানা যায়, শহিদুল কিরমানি স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই ভবনের তৃতীয় তলায় থাকতেন। আগুন লাগার পর প্রাণ বাঁচাতে শহিদুল রুশদীকে কোলে নিয়ে নিচে নেমে আসছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী জান্নাতুল ফেরদৌসী। কিন্তু ফ্ল্যাট থেকে বের হতে গিয়ে ঘন কালো ধোঁয়ার মধ্যে পড়ে যান তারা। একপর্যায়ে রুশদী শহিদুলের হাত থেকে পড়ে যায়। জান্নাতুলও বিচ্ছিন্ন হয়ে যান। পরে তিনতলার সিঁড়িতেই রুশদীর লাশ পাওয়া যায়।

রুশদীর দাদা একটি জাতীয় দৈনিকের জ্যেষ্ঠ উৎপাদন ব্যবস্থাপক এ কে এম শহীদুলস্নাহ জানান, শহিদুল কিরমানি তার একমাত্র ছেলে। শহিদুল পুলিশ পস্নাজায় 'ভিআইভিপি এস্টেট ম্যানেজমেন্ট' নামে একটি কোম্পানির ফাইন্যান্স ম্যানেজার। আর তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসী বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের অর্থ বিভাগে কাজ করতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<90833 and publish = 1 order by id desc limit 3' at line 1