পল্লবীতে রিজাভর্ ট্যাংক বিস্ফোরণে দগ্ধ নানা-নাতনির মৃত্যু

প্রকাশ | ২৭ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রাজধানীর পল্লবীতে পানির রিজাভর্ ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে নানা-নাতনির মৃত্যু হয়েছে। রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন সুরত আলীর (৬০) মৃত্যু হয়। আর তার নাতনি মিলি মারা যান শনিবার বিকেলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বানর্ ইউনিট সূত্র বলছে, সুরত আলীর ৭২ শতাংশ এবং চার বছর বয়সী মিলির শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি, অপারেশন) ইমরানুল ইসলাম এ তথ্য জানান। এর আগে গত ২১ আগস্ট রাতে রাজধানীর মিরপুর-১২ নম্বরে পল্লবী থানার ই-বøকের লাইন-৪ এলাকায় একটি বাড়ির নিচতলায় রিজাভর্ ট্যাংক বিস্ফোরিত হয়। এতে শিশুসহ দগ্ধ হন নয়জন। দগ্ধদের মধ্যে বাকিরা হলেন- সুরত আলীর স্ত্রী বেদানা বেগম (৫০), ছেলে রাব্বি (২১), তার স্ত্রী লাবনী (১৮), সুরত আলীর মেয়ে আলেয়া (৩০), বাড়ির মালিক মোশারফ হোসেন (৪৫), তার ছেলে জিসান (১৮) ও আত্মীয় আউয়াল হেসেন বাবু (৩২)। এর মধ্যে অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন। ঢামেক হাসপাতালের বানর্ ইউনিটের আবাসিক সাজর্ন ডা. পাথর্ শংকর পাল বলেন, এ ঘটনায় আরও পঁাচজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভতির্ রয়েছেন। জানা গেছে, সুরত আলী পরিবার নিয়ে ওই বাড়ির নিচতলার ভাড়া থাকতেন।