ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশ | ২৫ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই চেষ্টাকালে গণপিটুনিতে একজন নিহত ও দুজন আহত হয়েছে। সোমবার রাত ১১টার দিকে মধুপুর উপজেলার আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শাহীন (৩০)। তিনি সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের হোসেন আলীর ছেলে। জেলার গোপালপুর উপজেলার সমেশপুর গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। আহত দুজন হলেন ঘাটাইলের মাইধারচালা গ্রামের মোকাদ্দেস মিয়ার ছেলে কবিরুল ইসলাম (২৫) ও মধুপুরের টংকীআটা গ্রামের বেলাল হোসেনের ছেলে বাবলু (২৬)। মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, নিহত শাহীন এবং আহত বাবলু ও কবিরুল সোমবার রাত ১০টার দিকে ঘাটাইল বাসস্ট্যান্ড থেকে মধুপুরের আলোকদিয়া যাওয়ার জন্য আল আমিন নামের এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন। রাত ১১টার দিকে তারা আলোকদিয়া বাজারের কাছে পৌঁছার পর চালক আল আমিনকে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় আল আমিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই তিনজনকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই শাহীন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহীনের লাশ এবং গুরুতর আহত অবস্থায় কবিরুল ও বাবলুকে উদ্ধার করে। মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কবিরুলকে পুলিশ হেফাজতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বাবলুকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার শাহীনের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছিনতাইয়ের অভিযোগে অটোরিকশাচালক আল আমিন বাদী হয়ে একটি এবং পুলিশ বাদী হয়ে হত্যার অভিযোগে অপর একটি মামলা দায়ের করেছে।