গ্যাসের প্রি-পেইড মিটারে টাকা জমা দিতে দীর্ঘ লাইন

প্রকাশ | ২৫ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
মঙ্গলবার চট্টগ্রাম নগরের জামালখান প্রেসক্লাবের অগ্রণী ব্যাংক শাখায় টাকা জমা দিতে গ্রাহকদের দীর্ঘ লাইন -যাযাদি
করোনাভাইরাসের কারণে গ্যাসের প্রি-পেইড মিটারে অতিরিক্ত টাকা জমা রাখছেন গ্রাহকরা। মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের জামালখান প্রেসক্লাবের অগ্রণী ব্যাংক শাখায় টাকা জমা দিতে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে। কয়েকজন গ্রাহক জানান, করোনাভাইরাস সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই যাতে ঘর থেকে বের হতে না হয় সেজন্য প্রি-পেইড মিটারে অতিরিক্ত টাকা রাখছেন। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খায়েজ আহমদ মজুমদার বলেন, মাসিক ফি যারা দেন শুধু তাদের জুন মাস পর্যন্ত গ্যাসের বিল দেওয়ার ক্ষেত্রে আর বিলম্ব মাশুল দিতে হবে না।তবে প্রি-পেইড মিটারের গ্রাহকরা এর আওতায় নেই। কারণ মিটারে যতক্ষণ টাকা রিচার্জ করা থাকবে ততক্ষণ গ্যাস সরবরাহ থাকবে। তাই হয়তো প্রি-পেইড মিটারের গ্রাহকরা অতিরিক্ত টাকা জমা রাখছেন।