আ'লীগ নেতার বাবার জানাজায় গণজমায়েত

প্রকাশ | ২৫ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
বিশ্বজুড়ে করোনাভাইরাস উদ্বেগে গণজমায়েত না করতে সরকারের নির্দেশনার মধ্যে লক্ষ্ণীপুরে এক আওয়ামী লীগ নেতার বাবার জানাজায় জমায়েত করা হয়েছে মাইকে প্রচার করে। মঙ্গলবার শহরের লিলস্নাহ মসজিদ প্রাঙ্গণে লক্ষ্ণীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের বাবা সুলতান আহমেদ চৌধুরীর জানাজা হয়েছে। দুপুরের এই জানাজায় জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হাজারো মানুষের এই জমায়েতের কারণে উদ্বিগ্ন জেলার সচেতন মহল। এর আগে জেলার রায়পুর উপজেলায় করোনাভাইরাস থেকে মুক্তির জন্য বিপুল গণজমায়েত করে দোয়ার আয়োজন করা হয়েছিল। এই বিষয়ে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, 'নুর উদ্দিন চৌধুরীকে গণজমায়েত না করে সীমিত পরিসরে জানাজার আয়োজনের কথা বলা হয়েছে। গণজমায়েত করে জানাজার আয়োজন করে থাকলে তিনি আমাদের নির্দেশনা অমান্য করেছেন।' জেলা পুলিশের বিশেষ শাখার ডিআই ওয়ান ইকবাল হোসেন জানান, বিশ্বে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত তিন হাজার ৭০৯ জন বিদেশ থেকে এসেছেন। তাদের মধ্যে মাত্র ৭৩৯ জন হোম কোয়ারেন্টিনে আছেন। বাকিদের কোনো তথ্য নেই।