ঢাবিতে সহিংসতার চার মামলার প্রতিবেদন ১০ মে

প্রকাশ | ২৫ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলা, গাড়ি পোড়ানোসহ চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। মঙ্গলবার এসব মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে শাহবাগ থানার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তারা এসব মামলার প্রতিবেদন দাখিল করেননি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী আগামী ১০ মে প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন। এ নিয়ে ১৭ বারের মতো মামলায় তদন্ত প্রতিবেদনের তারিখ পেছাল। কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের সময় ২০১৮ সালের ৮ এপ্রিল মধ্যরাতে মুখোশধারী একদল দুর্বৃত্ত উপাচার্যের বাসভবনের মূল গেটে ভাঙচুর করে এবং দেয়ালের তারকাঁটা ভেঙে বাসায় ঢুকে পড়ে। তারা বাসভবনের আশপাশে একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে ১০ এপ্রিল উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন। অপর তিনটি মামলা করে পুলিশ। তবে কোনো মামলাতেই আসামির নাম উলেস্নখ করা হয়নি।