সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৮ মার্চ ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ফাঁকা সড়কে তীব্র গতি কাড়ল প্রাণ যাযাদি ডেস্ক রাজশাহীর ফাঁকা সড়কে বেপরোয়া গতিতে চালানো মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিয়ে নাসির উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির মৃতু্য হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর শিরোইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিরের বাড়ি নগরীর দড়িখড়বোনা এলাকায়। রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, ফাঁকা সড়কে বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন নাসির। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তিনি আইল্যান্ডে গিয়ে ধাক্কা দেন। এতে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। জুয়াড়িকে পিটিয়ে হত্যা যাযাদি ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জুয়ার আসরে জাহাঙ্গীর আলম (৫১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে উপজেলা সদরের মুন্সি মার্কেটের পাশে পোড়াগুদামে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর উপজেলার চরচারতলা গ্রামের মৃত ইলু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চরচারতলা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (ছোট আবু) পোড়াগুদামে জুয়ার আসর চালাতেন। জাহাঙ্গীর ওই আসরে নিয়মিত জুয়া খেলেন। শুক্রবার বিকালে জুয়া খেলার সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে বেধড়ক পেটান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাটি কাটা নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত যাযাদি ডেস্ক ঘেরে মাটি কাটা নিয়ে মারামারিতে বাগেরহাটের মোরেলগঞ্জে আব্দুস ছালাম খান (৬১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ঝিউধারা ইউনিয়নের সমাদ্দারখালী গ্রামে এ ঘটনা ঘটে। ছালাম একই গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য মো. সাইদুল ইসলাম জানান, সকালে নিজ বাড়ির পাশে ঘেরে মাটি কাটতে যান ছালাম। এ সময় তার আপন চাচাতো ভাই মাটি কাটতে বাধা দিলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ঘেরের পানিতে পড়ে যান ছালাম। তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।