সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
'গাছ কোয়ারেন্টিনে' ভারতের ৭ যুবক যাযাদি ডেস্ক বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দাপট ঠেকাতে ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপুর বিভাগে পুরুলিয়া জেলার বলরামপুরে ভাঙিডি গ্রামের ছিন্নমূল ৭ যুবককে 'হোম কোয়ারেন্টিনে' পাঠানো হয়েছে। কিন্তু তাদের তো কোনো হোমই নেই। তাই তারা এখন গাছের ওপর এই কোয়ারেন্টিন পালন করছেন, যাকে বলা চলে 'গাছ কোয়ারেন্টিন'। তারা আপাতত গাছের ওপর মাচা বানিয়ে বসবাস করছেন। ওই সাত যুবকের একজন বিজয় সিং লায়া। তিনি বলেন, 'আমরা চেন্নাই থেকে এসেছি। ডাক্তার ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে বলেছেন। কিন্তু আমাদের বাড়িতে নিজস্ব কোনো ঘর বলতে কিছুই নেই। গ্রামবাসী সবাই মিলে ঠিক করেছেন যে, আমরা যেন গাছেই থাকি। সকালে এখানেই আমাদের খাবার চলে আসে। এমনকি রান্না করা, পানি গরম করার জন্য একটি স্টোভও আমাদের এখানে আছে।' ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার যাযাদি ডেস্ক চট্টগ্রাম নগরের নালাপাড়া এলাকায় ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরি রোডের সিটি সরকারি বালিকা বিদ্যালয়ের পাশে ডাস্টবিন থেকে ওই নবজাতককে উদ্ধার করে সদরঘাট থানা পুলিশ। সদরঘাট থানার সহকারী উপপরিদর্শক সাজু প্রতাপ দাশ বলেন, খবর পেয়ে আমরা দ্রম্নত সেখানে যাই এবং স্থানীয়দের সহায়তায় নবজাতককে উদ্ধার করে স্থানীয় মেমন মাতৃসদন হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অ্যালকোহল পানে মৃতু্য যাযাদি ডেস্ক রাজশাহীর পবা উপজেলায় অ্যালকোহল পানে সাবদুল (৪০) নামে এক মাদকাসক্তের মৃতু্য হয়েছে। সোমবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। রাজশাহীর রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন বলেন, গত তিনদিন আগে সাবদুল মাদক এক ব্যবসায়ীর কাছে থেকে অ্যালকোহল কিনে এনে বাড়িতে বসেই তা পান করেন। এরপর থেকে তিনি অসুস্থ বোধ করছিলেন। রোববার বিকালের দিকে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। শেষে সোমবার সকালে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।