সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০১ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
লকডাউনের মধ্যে চিত্রকর্ম চুরি! যাযাদি ডেস্ক করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন নেদারল্যান্ডস। এ পরিস্থিতিতে নেদারল্যান্ডসের লরেন নগরের সিংগার লরেন জাদুঘর থেকে বিখ্যাত চিত্রকর ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম চুরি হয়ে গেছে। সোমবার এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। নেদারল্যান্ডস পুলিশ জানায়, চোরেরা স্থানীয় সময় রাত সোয়া ৩টার দিকে জাদুঘরের সামনের কাচের দেয়াল ভেঙে ঢুকে ভ্যানগগের 'স্প্রিং গার্ডেন' নামের একটি চিত্রকর্ম চুরি করে। এসময় অ্যালার্মের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু ততক্ষণে চোরেরা পালিয়া যেতে সক্ষম হয়। এ চিত্রকর্মটি গ্রনিংগার জাদুঘর থেকে ধার করে সিংগার লরেনে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। জাদুঘরটির পরিচালক জাঁ রুডোলফ দে লর্ম সাংবাদিকদের জানান, এ চুরির ঘটনায় তিনি ভীষণ ক্ষিপ্ত। ঝরনার কাছে যুবকের মরদেহ যাযাদি ডেস্ক রাঙামাটির কাউখালীতে চাইথুই মং মারমা (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পচুপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চাইথুই মং মারমা পচুপাড়া এলাকার মৃত অংসাপরু মারমার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পচুপাড়ায় পাহাড়ি ঝরনার কাছে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পানিতে ডুবে শিশুর মৃতু্য যাযাদি ডেস্ক কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুকুরের পানিতে ডুবে জবা রানী মালাকা (৯) নামে একটি শিশুর মৃতু্য হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাজরা-মাছিমপুর এলাকার গোলাপ মিয়ার বাড়ির সামনের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত জবা উপজেলার জগৎচর গ্রামের বিমল চন্দ্র মালাকার মেয়ে ও বাজরা-মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, নিজ বাড়ি থেকে নানার বাড়িতে বেড়াতে যাওয়া জবা মঙ্গলবার দুপুরে আরেকটি শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে। সাতার জানা না থাকায় পুকুরে হাবুডুবু খেতে থাকে তারা। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে পুকুর থেকে শিশু দু'টিকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জবা রাণীকে মৃত ঘোষণা করেন। জমি নিয়ে বিরোধে ব্যবসায়ী নিহত যাযাদি ডেস্ক নোয়াখালীর কবিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ইন্দ্রপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ব্যবসায়ী সিদ্দিক উল্যা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকালে মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে তার মৃতু্য হয়। সিদ্দিক ইন্দ্রপুর গ্রামের মৃত আশরাফ আলী মুন্সির ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, সিদ্দিকের বাড়ির রাস্তা দখল করে একটি ঘর নির্মাণ করছিলেন জেঠাতো ভাই আব্দুল কাইয়ুম। এ নিয়ে সিদ্দিক গত ২৫ মার্চ সকালে প্রতিবাদ করলে তাকে হত্যা করার হুমকি দেন কাইয়ুম। পরে ওইদিন দুপুরে স্থানীয় ঘাট মাঝির দোকানে আব্দুল কাইয়ুমসহ কয়েকজন এসে সিদ্দিকের ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত সিদ্দিককে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে পরিবারের লোকজন। পরে উন্নত চিকিৎসার জন্য মাইজদী সেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়।