প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল

আনসার ও ভিডিপি সদস্যদের ১ দিনের বেতন প্রদান

প্রকাশ | ০১ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)-এ বিপর্যস্ত বাংলাদেশের নিম্নআয়ের মানুষকে আর্থিক সহায়তা এবং আক্রান্তদের চিকিৎসার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সব কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসার এবং মহিলা আনসার সদস্যরা তাদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেছেন। মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে চেক হস্তান্তর করেন। এ ছাড়া বিশাল এই বাহিনীর প্রতিটি ইউনিট কার্যালয়ের সদস্য-সদস্যরা এবং তৃণমূল পর্যায়ের ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা/দলনেত্রী ও ভিডিপি/টিডিপি সদস্য-সদস্যরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাহিনীর প্রস্তুতকৃত লিফলেট সারাদেশের রেলস্টেশন, বাসস্ট্যান্ড, হাটবাজারসহ জনসমাগমস্থলে স্থানীয়ভাবে বিতরণ করেছেন এবং সেটা চলমান রয়েছে। এ ছাড়া সদস্যরা জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট রোগীদের কমপক্ষে ১৪ দিন কোয়ারেন্টিন বা হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা গ্রহণের বিষয়ে সচেতনতার লক্ষ্যে কাজ করছেন। করোনার সতর্কতার অংশ হিসেবে ভাইরাসে আক্রান্ত সন্দেহে জনগণকে আইসোলেশনে থাকার পরামর্শ দিচ্ছে। বিশেষ করে বাহিনীর সদস্যরা বিদেশ থেকে আগত প্রবাসীদের সরকার নির্দেশিত কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার ব্যাপারে অনুপ্রাণিত করছে। তৃণমূল পর্যায়ের সদস্যরা সরকারি তালিকা অনুযায়ী প্রবাসীদের প্রত্যেকের বাড়ির ওপর নজরদারি করছে এবং বাড়িতে লাল পতাকা উত্তোলন করে স্থানীয় প্রশাসনকে করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে সহযোগিতা করছে। এ ছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও হতদরিদ্র জনগণের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বিজ্ঞপ্তি