সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০২ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সন্তান সামলাতে অভিনব কৌশল যাযাদি ডেস্ক সারাবিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘরে সময় কাটাচ্ছেন অধিকাংশ মানুষ। এখন যারা অফিসে যেতে পারছেন না তারা ঘরে বসে অফিসের কাজ করছেন। তবে বাড়িতে থাকলে বাবা-মাকে সন্তানদের সময় দিতে হয়, নানা আবদার মেটাতে হয় ও দিতে হয় হাজারো প্রশ্নের উত্তর। করোনার কারণে এক মা বাসায় বসে অফিসের কাজ করছেন। বাড়িতে বসে অফিসের কাজ করার সময় সন্তানরা যেন বিরক্ত না করে তার উপায় খুঁজে বের করেছেন তিনি। সোস্যাল মিডিয়া রেডিইটের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সাদা কাগজে সন্তানদের উদ্দেশে কিছু লিখে দরজায় আটকে দিয়েছেন ওই মা। কাগজে তিনি লিখে রেখেছেন, 'মা সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত মিটিংয়ে আছে। রুমে ঢুকবে না।' শুধু তাই নয়, সন্তানদের সম্ভাব্য প্রশ্নের উত্তরও তিনি লিখে দিয়েছেন সেই কাগজে। কারণ অনেক সময় দেখা যায়, শিশুরা খেলনা বা অন্য জিনিসপত্র কোথায় রাখে, তা মাকে খুঁজে দিতে হয়। তাই সেই সব সম্ভাব্য প্রশ্নের উত্তরে লেখা ছিল ওই কাগজটিতে। মায়ের এমন কান্ডে মজার মন্তব্য করছেন নেটিজেনরা। নিজ কক্ষে গৃহবধূর লাশ যাযাদি ডেস্ক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা থেকে লাকি রানী দেবনাথ (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার উপজেলার লালাবাজার ইউনিয়নের শাহ সিকন্দর গ্রামে এ ঘটনা ঘটে। এক সন্তানের জননী লাকি ওই গ্রামের ওমর দেবনাথের স্ত্রী। স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে নিজ কক্ষে লাকির ঝুলন্ত মরদেহ দেখতে পান বাড়ির লোকজন। পরে এ ঘটনা জানাজানি হলে খবর পেয়ে দুপুরে দক্ষিণ সুরমা থানা পুলিশ ওই বাড়িতে আসে। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, ভেতর থেকে ঘরের দরজা বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, ওই নারী আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যাযাদি ডেস্ক নওগাঁর রানীনগরে শেফালী (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার দক্ষিণরাজাপুর গ্রামে স্বামী হাইজিতের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শেফালী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণরাজাপুর গ্রামের হাইজিতের স্ত্রী এবং পারইল ইউনিয়নের বিশিয়া গ্রামের আকবর আলীর মেয়ে। শেফালীর স্বামী হাইজিত জানান, 'প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে আমরা ঘুমিয়ে পড়ি। বুধবার সকালে উঠে দেখি শেফালী বাড়ির পাশে টয়লেট সংলগ্ন একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। পরে মরদেহ নিচে নামিয়ে পুলিশকে খবর দিই।' রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃতু্যর প্রকৃত কারণ জানা যাবে। ঢাকায় মাদকসহ গ্রেপ্তার ১৭ যাযাদি রিপোর্ট রাজধানীর মুগদা, যাত্রাবাড়ী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর মুগদা থেকে জাহাঙ্গীর (৫০), যাত্রাবাড়ী থেকে জাকির হোসেন (৩২) এবং মিরপুর থেকে সৈয়দ মাকসুদ সুজন (৩০) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ২১০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।