জনসচেতনতায় মিরপুরে পুলিশের অভিযান

প্রকাশ | ০২ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট করোনাভাইরাস সংক্রমণ রোধে জনগণকে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে নিরুৎসাহিত ও সচেতন করতে রাজধানীর মিরপুর বিভাগের সাতটি থানায় পুলিশের অভিযান চলছে। বুধবার দুপুরে মিরপুর ১৩ নম্বর সেকশন এলাকায় অভিযান পরিচালনা করেন পলস্নবী জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মিজানুর রহমান। অভিযান চলাকালে এডিসি মিজানুর বলেন, অতি প্রয়োজন ছাড়া জনগণ যাতে বাড়ি থেকে বের না হয়। আমরা সেজন্য জনগণকে বাসা থেকে বের না হতে নিরুৎসাহিত ও সচেতন করতে এ অভিযান পরিচালনা করছি। মিরপুর জোনের সাতটি থানা এলাকায় এ অভিযান চলছে। করোনাভাইরাস প্রতিরোধে এ সচেতনামূলক অভিযান চলমান থাকবে। তিনি আরও বলেন, আমাদের সবাইকে সচেতন হতে হবে। পথচারীদের বাসা থেকে বের হওয়ার কারণ জানতে চাইলে তারা বলেছেন, বাসার জন্য গরুর মাংস কিনতে যাচ্ছি, কেউ কেউ বলেছেন মেয়ের বাসায় ফল নেই ফল কিনে দিতে গাড়ি নিয়ে বের হয়েছি। পথচারীরা বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন। আসলে করোনাভাইরাস রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া আমরা যাতে রাস্তায় বের না হই সেদিকে সবার খেয়াল রাখা উচিত। সকাল থেকে এ অভিযানে কোনো মামলা করা হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে মিরপুর জোনের ট্রাফিক পরিদর্শক মোফাজ্জল হোসেন বলেন, করোনাভাইরাস প্রতিরোধে অভিযানে শুধু জনগণকে ঘর থেকে বের না হতে সচেতন করা হয়েছে। মামলা করার জন্য এ অভিযান পরিচালিত হয়নি।