দিনমজুরদের মাঝে ওজোপাডিকোর খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশ | ০২ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সমগ্র দেশে করোনাভাইরাসের কারণে যেসব কর্মজীবী মানুষ জীবিকা না থাকায় কষ্টে রয়েছে এমন ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিকশাচালক, ভ্যান গাড়িচালক, পরিবহণ শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদারদের মাঝে ওজোপাডিকোর সদর দপ্তর হতে খুলনা সিটি কপোরেশনের মেয়র ও জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, ডেটল সাবান ও তেল। খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন, জেলা প্রশাসক, খুলনা মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মামুন রেজা, ওজোপাডিকোর নির্বাহী পরিচালক (অর্থ) রতন কুমার দেবনাথ, নির্বাহী পরিচালক (প্রকৌশল) মো. আবু হাসান, প্রধান প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানসহ ওজোপাডিকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি