বিজিবির অভিযানে মার্চে ৬৫ কোটি টাকার পণ্য জব্দ

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৬৫ কোটি ৩৩ লাখ সাত হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৯,৩৩,০৮২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০,৩১৪ বোতল ফেনসিডিল, ৯,৬৮৫ বোতল বিদেশি মদ, ৪৬৯ লিটার বাংলা মদ, ১৩৯ ক্যান বিয়ার, ৯২৮ কেজি গাঁজা, ২৮০ গ্রাম হেরোইন, ৩,৮০৯টি ইনজেকশন, ১৫,২৫২টি এ্যানেগ্রা/ সেনেগ্রা ট্যাবলেট এবং ২,৮১,৪১৩টি অন্যান্য ট্যাবলেট। জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে চার কেজি ৪২৬ গ্রাম স্বর্ণ, ৫৮ কেজি ৪৭০ গ্রাম রুপা, ৮৬,১২৮টি ইমিটেশন গহনা, ৬২,১৩১টি কসমেটিক্সসামগ্রী, ২,০৬৭টি শাড়ি, ২,৪৮৮টি থ্রিপিস/শার্টপিস, ৫,৫৫০টি তৈরি পোশাক, ২৬৩ মিটার থান কাপড়, ২,৮৪১ ঘনফুট কাঠ, ১৩,৫৬৬ কেজি চা-পাতা, সাতটি ট্রাক, তিনটি প্রাইভেটকার, একটি পিকআপ, ১৮টি সিএনজি/ইঞ্জিনচালিত অটোরিকশা এবং ৮৭টি মোটরসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, আটটি অন্যান্য প্রকারের অস্ত্র, দুটি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি। এ ছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৪২ জন চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৭ জন বাংলাদেশি নাগরিক ও ছয়জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি