সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
করোনার সতর্কতা গুগল ডুডলে যাযাদি ডেস্ক নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েই চলছে। একই সঙ্গে দিন দিন বাড়ছে মৃতের সংখ্যা। করোনা নিয়ে যেকোনো তথ্য জানার জন্য মানুষ এখন অনলাইন পত্রিকা ও টেলিভিশনমুখী হচ্ছেন। করোনা সংক্রমণ রোধ নিয়ে মানুষকে সচেতন করতে কাজ করছে ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল। তাই মানুষকে ঘরে থেকে জীবন রক্ষার্থে টিপস (সতর্কবার্তা) দিয়েছে গুগল। গুগলের হোম পেজে গেলেই ব্যবহারকারীরা দেখতে পাবেন কোভিড-১৯ বিষয়ক সচেতনতামূলক চমৎকার একটি বার্তা। ওই ডুডলের ট্যাগ লাইনে শোভা হচ্ছে 'স্টে হোম, সেভ লাইভস'। করোনা ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশগুলো মানতে বলছে গুগল। সতর্কবার্তাগুলো :১. বাড়িতে থাকুন ও নিরাপদ দূরত্ব বজায় রাখুন ২. নিয়মিত হাত ধোবেন ও হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন ৩. অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। শুক্রবার করোনার ওপর বিশেষ একটি ডুডল প্রদর্শন করছে গুগল। বিদু্যৎস্পৃষ্টে ছাত্রের মৃতু্য কমলনগর (লক্ষ্ণীপুর) প্রতিনিধি লক্ষ্ণীপুরের কমলনগরে বিদু্যৎস্পৃষ্ট হয়ে মো. মাছুম (১৪) নামে এক স্কুলছাত্রের মৃতু্য হয়েছে। মাছুম ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় ফজুমিয়ারহাট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। স্থানীয় চরকাদিরা ইউনিয়ন পরিষদের সদস্য আকরাম হোসেন শাহেদ জানান, বৃহস্পতিবার দুপুর থেকে মাছুমের খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে পরিবারের এক সদস্য ঘরের চালার ওপর দিয়ে যাওয়া পলস্নী বিদু্যতের সঞ্চালন লাইনের পাশে মাছুমের মরদেহ দেখতে পান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে। কমলনগর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছার জানান, নিহত মাসুমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃতু্যর মামলা হয়েছে। রিকশাচালকের আত্মহত্যা যাযাদি ডেস্ক পাওনাদারের টাকা না দিতে পেরে সাভারের আশুলিয়ায় এনামুল হক (৪৫) নামে এক রিকশাচালক আত্মহত্যা করেছেন। এনামুল জয়পুরহাট জেলার কালাই থানার ভোয়াবাড়ির ঘাট গ্রামের বাসিন্দা। স্থানীরা জানান, বৃহস্পতিবার রাতে খেজুর বাগান এলাকার এক দোকানি এনামুলের কাছে পাওনা টাকা দাবি করেন। তাই ধারণা করা হচ্ছে, সেই টাকা না দিতে পেরে শুক্রবার ভোরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, খবর পেয়ে শুক্রবার দুপুরে এনাম মেডিকেল হাসপাতাল থেকে এনামুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পরিবারসহ আশুলিয়ার খেজুর বাগান এলাকায় ভাড়া থেকে রিকশা চালাতেন। চুয়াডাঙ্গায় বৃদ্ধা নিহত যাযাদি ডেস্ক চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত আলসাধুর ধাক্কায় গোলবানু (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। গোলবানু ওই এলাকার মৃত বশির হোসেনের স্ত্রী বলে জানা গেছে। নিহতের মেয়ের জামাই জানান, দুপুরে ওই মহাসড়ক পার হচ্ছিলেন তার শাশুড়ি গোলবানু। এ সময় মাছভর্তি একটি আলমসাধু তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান এ তথ্য নিশ্চিত করেন।