প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠকের আহ্বান ওয়ার্কার্স পার্টির

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক করোনাভাইরাস সংক্রমণ রোধে ও সামাজিক-অর্থনৈতিক পুনর্বাসনে অবিলম্বে ভবিষ্যৎমুখী পরিকল্পনা নিতে এবং নির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। দলটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ আহ্বান জানানো হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট বু্যরো শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ এখনও সীমিত রাখা সম্ভব হলেও এ নিয়ে আত্মতুষ্টির অবকাশ নেই। ইউরোপের দেশ ইতালি, স্পেন, ফ্রান্স ও বিশেষ করে যুক্তরাষ্ট্র এর মাশুল দিচ্ছে। এটা আশার কথা যে, প্রধানমন্ত্রী উপজেলা পর্যায় থেকে ঢাকা পর্যন্ত প্রতিদিন এক হাজার পরীক্ষার নির্দেশ দেয়ার ফলে পরীক্ষা ও পরীক্ষার মাধ্যমেই শনাক্তকরণের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তাগিদ দিয়ে আসছিল তা কিছুটা পূরণ হবে। স্বাস্থ্যমন্ত্রী তার স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষ করে করোনা পরীক্ষা নিয়ে যে বাগাড়ম্বর করছিলেন তার অবসান ঘটবে। স্বাস্থ্যমন্ত্রীর এসব বক্তব্যের জন্য জনগণ বিভ্রান্তিতে পড়ছিল। তাদের সতর্কতা শিথিল হচ্ছিল। এখন পরীক্ষার মধ্য দিয়ে প্রকৃত চিত্র বেরিয়ে আসলে সরকার যেমন, মানুষও তেমনই তাদের ব্যবস্থা নিতে পারবে। পার্টির বিবৃতিতে বলা হয়, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সমস্ত বিষয়ে রাজনৈতিক নেতৃত্ব দিতে সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সম্পৃক্ততা প্রয়োজন। প্রয়োজন জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা। এই মুহূর্তে দোষারোপ নয়, যেসব ক্ষেত্রে ঘাটতি রয়েছে তা পূরণ করতে সবার পরামর্শই গুরুত্বপূর্ণ। সেখানে আরও বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধের সমস্ত বিষয় পৃথিবীর জন্য নতুন অভিজ্ঞতা। সামনে দুরতিক্রম্য পথ রয়েছে। সে কারণে সবাইকে ঐক্যবদ্ধ করা জাতীয় রাজনৈতিক কর্তব্য। বিবৃতিতে স্বাক্ষর করেন- পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।