ঢাকায় আওয়ামী লীগের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
রাজধানীতে কর্মহীন মানুষের মঝে খাবার সামগ্রী বিতরণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও ছাত্রলীগের উদ্যোগে রাজধানীর কাফরুল এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, দিনের বেলায় এসব সামগ্রী নিতে অনেকেই বিব্রতবোধ করেন। তাই রাতে তিন হাজার পরিবারের কাছে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। শনিবার কাফরুল থানা ৩ হাজার পরিবারের খাদ্য পৌঁছে দেওয়া হয় বলে জানান তিনি। এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্না কচি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে রাজধানীর ওয়ারীতে খাবার সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এসময় মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ ও ৪৫ নম্বর ওয়ার্ডের ৮ শতাধিক পরিবারের মধ্যে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছে যুবলীগ। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈদুদ্দিন রানা ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রোজার নেতৃত্বে কর্মহীন মানুষের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেওয়া হয়। রাজধানীর বনশ্রী এলাকায় রিকশা চালক ও পথশিশুদের মধ্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ। সংগঠনটির মহানগর দক্ষিণের সভাপতি মেহেদী হাসান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এসব সামগ্রী বিতরণ করেন। মেহেদী জানান, দেশের এই ক্রান্তিলগ্নে সবারই উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। নিজেদের সাধ্যমত কর্মহীন মানুষদেরকে সহযোগিতা করছি। এসব সামগ্রী দিয়ে ৪/৫ জনের একটি পরিবার অন্তত তিনদিন চলতে পারবেন বলে জানান তিনি।