দাম বাড়ল ফ্রেশ ও মার্কস গুঁড়া দুধের

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
করোনাভাইরাসের আতঙ্ককে পুঁজি করে পণ্যের দাম না বাড়াতে সরকারের পক্ষ থেকে আহ্বান করা হলেও রাজধানীর বাজারে ফ্রেশ ও মার্কস গুঁড়া দুধের দাম বেড়েছে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবেই সপ্তাহের ব্যবধানে ফ্রেশ গুঁড়া দুধের দাম কেজিতে বেড়েছে ৬০ টাকা। মার্কস দুধের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। ফ্রেশ ও মার্কস দুধের দাম বাড়ার বিষয়ে খুচরা ব্যবসায়ীরা বলছেন, মার্চের শুরু থেকেই এই দুটি গুঁড়া দুধের দাম বাড়ছে। করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে গুঁড়া দুধের দাম বাড়ানোকে অনৈতিক বলছেন ক্রেতারা। তারা বলছেন, ব্যবসায়ীদের শুধু মুনাফার দিকে নজর দিলে হবে না। মানবিক দিকটাও দেখা উচিত। যারা মানুষের দুঃসময়কে পুঁজি করে পণ্যের দাম বাড়ান তারা কিছুতেই সৎ ব্যবসায়ী হতে পারেন না। সরকারের উচিত এ ধরনের ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ব্যবসায়ীদের তথ্যমতে, করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ার আগে ফ্রেশ গুঁড়া দুধ বিক্রি হতো ৪৫০ থেকে ৪৬০ টাকা কেজি। এরপর তা বেড়ে ৪৮০ টাকা হয়। এখন বিক্রি হচ্ছে ৫৪০ থেকে ৫৫০ টাকা কেজি। মার্কস দুধ আগে বিক্রি হতো ৪৬০ থেকে ৪৭০ টাকা কেজি। কয়েক দফায় বেড়ে এখন মার্কস গুঁড়া দুধের কেজি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৬০ টাকা। তালতলার ব্যবসায়ী মিলন বলেন, 'মার্চের শুরুর দিকে ফ্রেশ ও মার্কস গুঁড়া দুধের পাশাপাশি ডানো ও ডিপেস্নামা গুঁড়া দুধের দামও বেড়েছিল। তবে ডানো ও ডিপেস্নামা গুঁড়া দুধের দাম এখন একটু কমেছে। কিন্তু ফ্রেশ ও মার্কস দুধের দাম আরও বেড়েছে। এর মধ্যে ফ্রেশ দুধের দাম বেশি বেড়েছে। কোম্পানি দাম বাড়ালে আমাদের কিছু করার নেই।' রামপুরার ব্যবসায়ী হাসান বলেন, 'হঠাৎ করেই ফ্রেশ গুঁড়া দুধের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে আমরা যে ফ্রেশ গুঁড়া দুধের কেজি ৪৮০ টাকা বিক্রি করেছি, এখন তা ৫৪০ টাকায় বিক্রি করতে হচ্ছে। মার্কস গুঁড়া দুধের দামও কিছুটা বেড়েছে। আগে যে মার্কস দুধের কেজি ৫২০ টাকায় বিক্রি করতাম তা এখন সাড়ে পাঁচশ টাকায় বিক্রি করছি।' এদিকে টিসিবির তথ্য অনুযায়ী, সোমবার (৬ এপ্রিল) খুচরা বাজারে ফ্রেশ গুঁড়া দুধের কেজি বিক্রি হচ্ছে ৫৪০ থেকে ৫৫০ টাকা। এক সপ্তাহ আগে যা ছিল ৪৮০ থেকে ৫৫০ টাকা। এক মাস আগে ছিল ৪৮০ থেকে ৫১০ টাকা। অপরদিকে মার্কস গুঁড়া দুধের কেজি এখন বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৬০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৫৪০ থেকে ৫৬০ টাকা। এক মাস আগে ছিল ৫০০ থেকে ৫২০ টাকা। তালতলা মার্কেট থেকে গুঁড়া দুধ কেনা মো. সেলিম বলেন, 'এর আগে এক কেজি ফ্রেশ গুঁড়া দুধ কিনেছি ৪৬০ টাকায়। এখন সেই গুঁড়া দুধের কেজি ৫৪০ টাকা চাচ্ছে। তার মানে কেজিতে ৮০ টাকা বেড়েছে। হঠাৎ কী এমন হলো যে গুঁড়া দুধের দাম এভাবে বেড়ে যাবে।' তিনি বলেন, 'করোনাভাইরাস নিয়ে এখন সবাই আতঙ্কে আছেন। ব্যবসায়ীদের ক্ষতি মোকাবিলার জন্য সরকার প্রায় ৭৩ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। তাহলে কেন এই সময় সাধারণ মানুষকে জিম্মি করে ব্যবসায়ীরা মুনাফা হাতানোর চেষ্টা করবেন। এই সময় যারা পণ্যের দাম বাড়াচ্ছেন তারা কিছুতেই সৎ ব্যবসায়ী হতে পারেন না। এরা আসলে মানুষরূপী কসাই।'