সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
পুকুরে পড়ে বৃদ্ধার মৃতু্য নওগাঁ প্রতিনিধি নওগাঁর আত্রাইয়ে পানিতে পড়ে আমেনা বিবি নামের এক বৃদ্ধার মৃতু্য হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের পাইকারা গ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ওই বৃদ্ধার মৃতু্য হয়। পরিবারের মতে তার বয়স ১১০ বছর। নিহতের পরিবারের বরাত দিয়ে আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন জানান, নিহত আমেনা বিবি দীর্ঘ দিন যাবৎ তার মেয়ের বাড়ি পাইকারাতে থাকেন। দুপুর ১২টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পুকুরের পানিতে মৃত অবস্থায় তাকে দেখতে পান তারা। দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ যাযাদি ডেস্ক দিনাজপুরের নবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রত্নাদীঘি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদ ওই এলাকার পাকুড়িয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, সকালে হারুন নিজ মোটরসাইকেল নিয়ে ঝালায়ের দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পথে রত্নাদীঘিতে বিপরীত দিক থেকে আসা দ্রম্নতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হারুনকে উদ্ধার করে ভাদুরিয়া বাজারে নেওয়ার পথে তার মৃতু্য হয়। নদীতে ডুবে দুই শিশুর মৃতু্য চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় গোসল করতে নেমে মাতামুহুরী নদীতে ডুবে দুই শিশুর মৃতু্য হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলো- কাকারা ইউনিয়নের দক্ষিণ লোটনি এলাকার আবদুল মোনাফের কন্যা উম্মে হাবিবা ইছমা (১৩) ও শামশুল আলমের কন্যা আছমাউল হুসনা (১১)। স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে ইছমা ও আছমা মিলে মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরে ঘরে না ফেরায় বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজির এক ঘণ্টা পর তাদের মরদেহ ভেসে উঠে। তাদের উদ্ধার করে চকরিয়ার প্রাইভেট হাসপাতাল জমজমে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।