ঘোষিত সাধারণ ছুটির আওতায় নেই তামাক কোম্পানি!

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
সিগারেট কোনো নিত্য প্রয়োজনীয় পণ্য নয়। বরং, ধূমপায়ীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অধূমপায়ীদের তুলনায় ১৪ গুণ বেশি। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বারবার ধূমপান পরিহারের কথা বলছে। অন্যদিকে, করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে সারাদেশে সব ধরনের শিল্প-কারখানা বন্ধ রয়েছে। এমনকি সম্প্রতি গার্মেন্টস শিল্পের শ্রমিকরা ঢাকায় ফেরা নিয়ে পরিস্থিতি যথেষ্ট ঘোলা হয়েছে। অথচ, এর মধ্যেই শিল্প মন্ত্রণালয় জনস্বাস্থ্যের কথা বিবেচনায় না নিয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোকে সিগারেট উৎপাদন ও বিপণনসহ সবধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। শিল্প মন্ত্রণালয়ের বিরাষ্ট্রীয়করণ অধিশাখার উপসচিব মো. মোখলেসুর রহমান আকন্দ স্বাক্ষরিত গত ৩ এপ্রিলের একটি চিঠিতে দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর তামাক পাতা সংগ্রহ, পণ্য উৎপাদন ও বিপণনে প্রয়োজনীয় সহায়তা দিতে বলা হয়। তামাকজাত দ্রব্য নিত্যপ্রয়োজনীয় পণ্য না হওয়ার পরও তামাক কোম্পানিকে এমন বিশেষ সুবিধা প্রদানকে জনস্বাস্থ্যের জন্য আশঙ্কাজনক বলে মনে করছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও দেশের তামাকবিরোধী সংগঠনগুলো।