ঢাকা ওয়াসায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের মেডিকেল উপকরণ হস্তান্তর

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক মেডিকেল উপকরণ সংগ্রহ ও বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা। সোমবার ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়, 'ওয়াসা ভবন'র চতুর্থ তলার বুড়িগঙ্গা হলে ঢাকা ওয়াসার 'দাশেরকান্দি পয়ঃ শোধনাগার প্রকল্পে'-এ নিয়োজিত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ঐুফৎড় ঈযরহধ ঈড়ৎঢ়ড়ৎধঃরড়হ (চড়বিৎ ঈযরহধ ঈযবহমফঁ ঊহমরহববৎরহম ঈড়ৎঢ়ড়ৎধঃরড়হ খরসরঃবফ) ঢাকা ওয়াসাকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক মেডিকেল উপকরণের ১ম চালান হস্তান্তর করে। এ সময় স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান, ঐুফৎড় ঈযরহধ ঈড়ৎঢ়ড়ৎধঃরড়হ এর প্রোজেক্ট ম্যানেজার গৎ. তযধহম ঈযবহমনড় এবং চড়বিৎ ঈযরহধ ওহঃবৎহধঃরড়হধষ এর বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ গং. ঢঁ ঢরধড় ুঁহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি