সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মুকুট খুলে চিকিৎসায় যাযাদি ডেস্ক সুন্দরী প্রতিযোগিতার মুকুট খুলে এবার করোনা রোগীদের চিকিৎসায় স্টেথোস্কোপ নিয়ে সরাসরি যুদ্ধে নামছেন ২০১৯ সালের মিস ইংল্যান্ড ভাষা মুখোপাধ্যায়। তার আরেক পরিচয় তিনি একজন চিকিৎসক। কলকাতায় ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে এতদিন সামাজিক কাজে যুক্ত ছিলেন ভাষা। খবর সিএনএনের। মার্চের শুরুতে নিজের জন্মস্থান ভারতে দাতব্য প্রতিষ্ঠান কভেন্ট্রি মার্সিয়া লায়ন্স ক্লাবের আমন্ত্রণে চার সপ্তাহের জন্য এসেছিলেন মিস ইংল্যান্ড। এখানে স্কুলশিক্ষার্থীদের সচেতন করে তুলতে ও প্রতিবন্ধীদের সাহায্যে কাজ করছিলেন তিনি। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক এ বঙ্গতনয়া। ইংল্যান্ডে করোনা আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি দেখে তিনি আর স্থির থাকতে পারেননি। ভারতীয় বংশোদ্ভূত এই বাঙালি তরুণী ভাষা মুখোপাধ্যায় ২০১৯ সালের মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য চিকিৎসা পেশা ছেড়েছিলেন। সে বছর প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হওয়ার পর মডেলিংয়ে যোগ দেন তিনি। তবে এবার করোনাভাইরাসের মোকাবিলায় পুরানো পেশায় ফিরে যাচ্ছেন তিনি। ১৪ দোকান ভস্মীভূত যাযাদি রিপোর্ট রাজধানীর ভাটারায় অগ্নিকান্ডে ১৪টি ভাঙারির দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এই অগ্নিকান্ড ঘটে বলে ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়। নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ভাটারার হাসেরটেক বালুর মাঠে ভাঙাড়ির একটি দোকানে রাত দেড়টায় আগুন লাগে। পরে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মশার কয়েল থেকে লাগা ওই আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে বলে জানান এরশাদ। তিনি বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা পৌন ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি। ট্রাক্টর উল্টে চালক নিহত স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক্টর উল্টে নূরুল আমিন (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার চিতনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন চিতনা গ্রামের ধনু মিয়ার ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার সকালে ট্রাক্টর নিয়ে নুরুল আমিন জমিতে হালচাষের জন্য চিতনা গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে খালে পড়ে যায়। এ সময় চালক নুরুল আমিন ট্রাক্টরের নিচে চাপা পড়ে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃতু্য হয়। ঝিনাইদহে স্কুল ছাত্রী নিহত ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে সুরাইয়া খাতুন (১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা-মা ও ভাই আহত হয়েছে। বুধবার সকাল ৭টায় ঝিনাইদহের হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া ঝিনাইদহ সদর উপজেলার রতনহাট গ্রামের সেলিম রেজার মেয়ে এবং হরিনাকুন্ডু উপজেলার আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালযের পঞ্চম শ্রেণির ছাত্রী। জানা যায়, সকালে মাগুরা জেলা থেকে মোটরসাইকেলে সেলিম রেজা, তার স্ত্রী, মেয়ে সুরাইয়া খাতুন ও ছেলে সোয়াদকে নিয়ে ঝিনাইদহে শহরে আসছিল। পথিমধ্যে হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সামনে পৌঁছলে সামনের দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মেয়ে সুরাইয়া মারা যায়।