করোনাভাইরাসে আক্রান্ত জবি শিক্ষার্থী

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী বলেন, '৮-৯ দিন আমি অসুস্থ ছিলাম। পরে সোমবার আইইডিসিআরকে ফোন দেওয়ার পর, ওরা এসে স্যাম্পল নিয়ে যায়।' 'গত রাতে ফোন দিয়ে জানিয়েছে, আমার করোনাভাইরাস পজেটিভ। আজকে ওরা আসবে বলল।' বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার আগে গত ১৫ মার্চ সর্বশেষ ক্যাম্পাসে গিয়েছিলেন ওই শিক্ষার্থী। তবে উত্তরায় পরিবারের সঙ্গে বসবাস করা এই ছাত্রী এরপর প্রাইভেট টিউশনি করাতে বাইরে গিয়েছিলেন। 'আমি বিদেশফেরত কারও সংস্পর্শে আসিনি। তবে পড়ানোর জন্য দুই-তিন দিন খিলক্ষেত গিয়েছিলাম। তখন বাসে উঠতে হয়েছে।' আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসার বিষয়ে যোগাযোগ রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, 'আমরা খোঁজ রাখছি। আইইডিসিআরের সাথে কথা বলেছি। আইইডিসিআর সম্ভবত ওকে আইসোলেশনে নেবে। পরিবারের বাকিদের কোয়ারেন্টিনে যেতে হবে।' 'আমাদের কোনো শিক্ষার্থী যদি সমস্যার মধ্যে পড়ে, আর্থিক হোক বা অসুস্থতা হোক- সে বিষয়ে প্রক্টর ও ছাত্রকল্যাণ পরিচালক যোগাযোগ রাখছে। যার যখন যা লাগছে, আমরা হেল্প করছি।'