টেকনাফে ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড

প্রকাশ | ১২ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাংলাদেশ কোস্টগার্ড (বিসিজি)র টেকনাফ স্টেশন জালিয়া দ্বীপ ও সোয়ারচরে একটি অভিযান পরিচালনা করে একটি নৌকা থেকে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানকালে নৌকাটিকে ধাওয়া করলে পাচারকারীরা নৌকাটি রেখে পানিতে লাফ দিয়ে সাঁতার কেটে মিয়ানমারের সীমানায় চলে যায়। ফলে কোনো ইয়াবা পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড এর আওতাভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদসু্যতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিজ্ঞপ্তি