ভারতফেরত ১০ বাংলাদেশি হোম কোয়ারেন্টিনে

প্রকাশ | ১৭ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক করোনাভাইরাসের কারণে ভারতে আটকে থাকা আরও ১০ বাংলাদেশি পাসপোর্টযাত্রী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের এসআই আবদুল হামিদ জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ভারতের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট হয়ে ওই ১০ জন দেশে ফেরেন। তিনি বলেন, ভারতফেরতদের মধ্যে ৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। ইমিগ্রেশন শেষে তাদের শূন্যরেখায় রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগকে খবর দেয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা এসে তাদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে যাবেন। এর আগে ভারতে আটকেপড়া ছয়জন বাংলাদেশি গত ৭ এপ্রিল আখাউড়া চেকপোস্ট দিয়ে দেশে ফেরার পর তাদের ওই স্বাস্থ্য কমপেস্নক্সে কোয়ারেন্টিনে পাঠানো হয়।