মাস্ক পরে সাইরেন বাজিয়ে ব্যবসায়ীর বাড়ি ঢুকে লুট

প্রকাশ | ১৭ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকার সাভারে মাস্ক আর মাথায় গামছা বেঁধে সাইরেন বাজাতে বাজাতে এক ব্যবসায়ীর বাড়ি ঢুকে টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যবসায়ীর নাম আবদুর রহমান। গত মঙ্গলবার পৌর এলাকার ছায়াবীথি মহলস্নায় এ ঘটনা ঘটে। আবদুর রহমান রাজধানীর কলেজ গেট এলাকায় আতর ও জায়নামাজের ব্যবসা করেন। ছায়াবীথি এলাকায় তার একতলা একটি বাড়ি আছে। মা-বাবাকে নিয়ে তিনি ওই বাড়িতে থাকেন। কয়েক দিন ধরে তিনি এলাকায় ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। আবদুর রহমানের দাবি, গত মঙ্গলবার বেলা ২টার দিকে ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত তার বাড়িতে আসে। তখন তারা দুপুরের খাবার খাচ্ছিলেন। ঘরে ঢুকেই দুর্বৃত্তরা বলতে থাকে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। কেন তিনি হোম কোয়ারেন্টিনে থাকছেন না। বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করায় তার মাধ্যমে অনেকেই আক্রান্ত হতে পারেন। এরপর তারা তার কাছে ২ লাখ টাকা জরিমানা দাবি করেন। তিনি টাকা দিতে না চাইলে তারা তাকে মারধর করে ঘরে থাকা ৮০ হাজার টাকা নিয়ে চলে যান। ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ঘটনার সময় তিনি আবদুর রহমানের বাড়ির পাশের মসজিদে ছিলেন। একদল যুবক সাইরেন বাজিয়ে পিকআপভ্যানে করে ওই এলাকায় আসেন। এরপর তারা আবদুর রহমানের বাড়িতে ঢুকে যান। সাভার বাজারের এক ব্যবসায়ীসহ বেশ কয়েকজন অভিযোগ করেছেন, লকডাউনের সুযোগ নিয়ে কয়েকজন স্বেচ্ছাসেবকের মতো গাউন ও মাস্ক পরে কখনো মোটরসাইকেল নিয়ে, কখনো পিকআপভ্যান নিয়ে এলাকায় চলাফেরা করে। তাদের সঙ্গে প্রশাসন বা পুলিশের কেউ থাকেন না; কিন্তু তারা বেশ ক্ষমতা দেখায়। ত্রাণসামগ্রী দেবে বলে অনেকে বিভিন্ন পণ্যও দাবি করে। তাদের এলাকার লোকজন চেনেন না। জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বৃহস্পতিবার বলেন, 'বিষয়টি সাংবাদিকদের কাছ থেকে শুনেছি; কিন্তু কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'