শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানুষ আমাদের পরামর্শ শতভাগ মানছে না :স্বাস্থ্য অধিদপ্তর

যাযাদি রিপোর্ট
  ১৭ এপ্রিল ২০২০, ০০:০০

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ দেশের মানুষ শতভাগ মেনে চলছে না। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, এখনো মানুষ আমাদের পরামর্শ মেনে চলছে না। আমাদের পরামর্শ বাড়িতে থাকুন, ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। বারবার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড করে হাত ধুয়ে ফেলুন, পরিবারের সবাইকে হাত ধোয়ার জন্য উৎসাহিত করুন। একজন থেকে আরেকজনের মধ্যে কমপক্ষে তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখুন। সর্দি-কাশি হলে বা জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। ঘরে তৈরি তিনস্তরবিশিষ্ট কাপড়ের মাস্ক ব্যবহার করা যায়।

নাসিমা সুলতানা আরও বলেন, যারা কোয়ারেন্টিনে আছেন, তারা কঠোরভাবে নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে ফিরে এসে কোনো কিছু স্পর্শ করার আগেই ভালো করে হাত ধুয়ে নিন। সম্ভব হলে পরিধেয় বস্ত্র সাবান পানি দিয়ে আধ ঘণ্টা ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন। সামান্য জ্বর, কাশি, হাঁচি, গলাব্যথা, শ্বাসকষ্ট হলে বাড়িতেই চিকিৎসা নিন অথবা আমাদের হটলাইন নম্বরগুলোতে কল করুন।

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃতু্য হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৪১ জন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৭২ জনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<96441 and publish = 1 order by id desc limit 3' at line 1