ত্রাণের দাবিতে যশোরে ফের কয়েকশ' মানুষের মহাসড়ক অবরোধ

প্রকাশ | ১৭ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, যশোর ত্রাণের দাবিতে যশোরে ফের কয়েকশ' মানুষ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে খুলনা-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন এলাকাবাসী। এ সময় মহাসড়কের দু'পাশে পণ্যবাহী গাড়ির লম্বা লাইন পড়ে যায়। পরে প্রশাসনের কর্মকর্তারা ও জনপ্রতিনিধিরা এসে ত্রাণ দেওয়ার আশ্বাসে অবরোধ তুলে দেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শংকরপুর এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে অবস্থান নেন শ্রমজীবী মানুষেরা। এক পর্যায়ে কয়েকশ' লোক জড়ো হলে তারা ত্রাণের দাবিতে খুলনা-বেনাপোল মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। বিক্ষোভকারীরা জানান, লকডাউনের কারণে তারা কাজে যেতে পারছেন না। অথচ তাদের ঘরে খাবার ফুরিয়ে গেছে। কোনো খাদ্য সহায়তাও তারা পাচ্ছেন না। এই অবস্থায় তাদের রাস্তায় নামা ছাড়া কোনো উপায় নেই। পরে খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ ওর্ যাব সদস্যরা ঘটনাস্থলে হাজির হন। প্রশাসনিক কর্মকর্তারা তাদের ত্রাণ সহযোগিতা প্রদানের আশ্বাস দিলে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দেন। যশোরের এনডিসি প্রিতম সাহা জানান, এলাকাবাসী ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে চার-পাঁচটি মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে তিনি আরও জানান, কর্মহীন মানুষের মাঝে খাবার সংকট আছে। এটা ঠিক। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করার মতো পরিস্থিতি হয়নি। ধারণা করা হচ্ছে, একটি মহলের উস্কানিতে এ ঘটনা ঘটেছে। যশোর সদরের সহকারী ভূমি কমিশনার (ভূমি) সৈয়দ জাকির হাসান বলেন, মানুষের পেটে খিদে আছে, এটা ঠিক। তবে দেশের এই সংকটময় মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করবে- এটা ঠিক না। উস্কানিদাতাদের চিহ্নিত করা হবে। যশোর সদরের ইউএনও কামরুজ্জামান বলেন, খবর শুনে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এদের মধ্যে যারা একেবারেই অনাহারি, তাদের চিহ্নিত করে বিকেলের মধ্যে খাবার পৌঁছানোর ব্যবস্থা করা হবে। পৌরসভার সচিব ও রামনগর ইউনিয়নের চেয়ারম্যানকে বলা হয়েছে কর্মহীন অনাহারিদের সাধ্য অনুযায়ী খাবার পৌঁছে দিতে।