সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৭ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
'শূন্য' হওয়ায় উদযাপন! যাযাদি ডেস্ক তাইপের গ্র্যান্ড হোটেল পর্যটকরা এক নামে চেনে। হোটেলটিতে কক্ষ আছে ৫০৩টি, কিন্তু মঙ্গলবার রাতে হঠাৎ ৫৭টিতে আলো জ্বালিয়ে বাকিগুলোকে অন্ধকারে রেখে অদ্ভুত এক পরিস্থিতি তৈরি করা হলো। এই অদ্ভুত কান্ডের কারণে হোটেলের বাইরে থেকে যে কেউ তাকালে দেখতে পাচ্ছিল 'জিরো' (শূন্য) লেখাটির অবয়ব ফুটে উঠেছে। শূন্য নিয়ে তাদের এই অস্বাভাবিক উচ্ছ্বাসের কারণ হলো এ দিন পরীক্ষা করেও তাইওয়ানে নভেল করোনাভাইরাসের নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। ৩৬ দিন পর এই প্রথম তাইওয়ানবাসী একটি দিন দেখল, যেদিন কোভিড-১৯ রোগী বৃদ্ধির সংখ্যাটি হলো শূন্য। সেই কারণেই শূন্য নিয়ে এত মাতামাতি তাদের। এটা খুশির খবর হলেও সতর্কতায় একটুও ঢিল না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী চেন সিহ-চুং। সড়কে প্রাণ গেল দুই যুবকের ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় বদরুল আলম (২৮) ও আলাল মিয়া (২৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মিত্রগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, মোটরসাইকেলে ছাতকবাজার থেকে বাড়ি ফেরার পথে একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত বদরুল আলম উপজেলার কালারুকা ইউনিয়নের মাধপুর গ্রামের কুটি মিয়ার ছেলে ও আলাল মিয়া একই ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা। ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তাফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিষপানে গৃহবধূর অত্মহত্যা তালা (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরা তালায় স্বামীর পরকীয়ায় অতিষ্ট হয়ে বিষপানে রওশনারা বেগম (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার বিকালে নিজ বাড়িতে বিষপান করে তিনি। তিনি উপজেলার হাজরাকাটি গ্রামের লিয়াকত মোড়লের স্ত্রী ও একই গ্রামের মো. মহিউদ্দীন জোয়ার্দ্দারের মেয়ে। স্থানীয় বাসিন্দা সেকেন্দার আবু জাফর বাবু জানান, দুই সন্তানের জননী রওশনারার স্বামী লিয়াকত মোড়ল পরকীয়ায় আসক্ত হয়ে সম্প্রতি ছেলের গচ্ছিত ১৫ হাজার টাকাসহ পরস্ত্রীকে নিয়ে অজানার উদ্দেশে পাড়ি জমান। এ ঘটনায় ক্ষোভে-দুঃখে রওশনারা বেগম বুধবার বিকালে বিষপান করেন। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃতু্যবরণ করেন তিনি। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। মোটরসাইকেল আরোহী নিহত বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইয়ামিন সেখ (৩৪) নামের একজন কলেজ-কর্মচারী নিহত হয়েছেন। নিহত ইয়ামিন সেখ সদর উপজেলার যাত্রাপুর বড় রঘুনাথপুর গ্রামের আ. মালেক সেখের ছেলে এবং বাগেরহাট খানজাহান আলী কলেজের কম্পিউটার অপারেটর। বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহাতাব উদ্দিন বৃহস্পতিবার সকালে জানান, ইয়ামিন সেখ বুধবার সন্ধ্যার আগ মুহূর্তে একটি মোটরসাইকেল চালিয়ে শ্রী-ঘাট সিংগাতি সড়কে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে ছিটকে পড়েন। আহতাবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বুধবার রাতেই তিনি মারা যান। মডেল থানার এসআই রিয়াজুল ইসলাম ঘটনা তদন্ত করেছেন।