বৈদু্যতিক সমস্যার সমাধান করোনার কিট উৎপাদনে গণস্বাস্থ্য

প্রকাশ | ১৭ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
করোনা পরীক্ষার কিট উৎপাদনে গণস্বাস্থ্য কেন্দ্রের বৈদু্যতিক ও যান্ত্রিক সমস্যার সমাধান হয়েছে। বর্তমানে আবারও পুরো দমে কিট উৎপাদনের কাজ চলছে। আগামী সপ্তাহে স্যাম্পল হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে পরীক্ষার জন্য ১০ হাজার কিট দেওয়ার প্রত্যাশা করছে গণস্বাস্থ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুলস্নাহ চৌধুরী এ তথ্য জানান। জাফরুলস্নাহ চৌধুরী বলেন, ল্যাবের বৈদু্যতিক ও যান্ত্রিক সমস্যার কারণে প্রত্যাশা অনুযায়ী গত ১১ এপ্রিল সরকারকে ১০ হাজার কিট প্রদান করতে পারিনি। পস্ন্যান্টে আধা মিনিটের বিদু্যৎ বিভ্রাট হলেই কিটের কেমিক্যালগুলো রিঅ্যাকশনে নষ্ট যায়। এর আগে বিদু্যৎ বিভ্রাট হওয়ায় ওই ব্যাচের সব কিট ফেলে দিতে হয়েছে। এসব বিষয়ে তো আর ঝুঁকি নেওয়া যায় না। 'তবে বর্তমানে আমাদের কিট উৎপাদন চলছে। আশা করি, আগামী ২৩ এপ্রিল সরকারকে স্যাম্পল হিসেবে ১০ হাজার কিট দিতে পারব। এরপর সরকার অনুমোদন দিলে আমরা ব্যাপক আকারে দেশের মানুষের জন্য করোনা পরীক্ষার কিট উৎপাদনে যেতে পারব।'